Job Circular BGB
Job Circular BGB

Job Circular BGB

Hits: 20

Job Circular BGB

Also, আজকের পোস্ট – Job Circular BGB. এবারকার BGB Job Circular এ অনেক গুলি লোক নিয়োগ করা হইবে। তাই আগ্রহী প্রার্থীগণ নিম্নোক্ত চাকরিতে আবেদন করিতে পারিবেন। বিস্তারিত জানতে নিচের তথ্য গুলি ভাল ভাবে পড়ুন ও চাকরির জন্য আবেদন করুন।

আবেদন কারী প্রার্থীর যোগ্যতা:

এস এস সিতে কমপক্ষে জিপিএ 3.00 প্রাপ্ত হইতে হইবে এবং এইচএসসিতে কমপক্ষে কমপক্ষে জিপিএ 2.50 প্রাপ্ত হইতে হইবে।

আবেদন কারী প্রার্থীর বয়স: আগামী 08/04/2022 খ্রিস্টাব্দ তারিখে আবেদন কারীর বয়স 18 হইতে 23 বৎসরের মধ্যে হইতে হইবে।

বেতন স্কেলের বিবরণ: বাংলাদেশের জাতীয় স্কেল অনুযায়ী তথা জাতীয় স্কেল 2015 অনুযায়ী (9000-2180) টাকা।

ইহা ছাড়াও আরো আনুষাঙ্গিক তথা বাসস্থান, বাড়ি ভাড়া ও বিবিধ অনুযায়ী প্রদত্ত হইবে।

আবেদনকারীর শারীরিক যোগ্যতা:

পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আবেদনকারীর শারীরিক যোগ্যতা 5 ফুট 6 ইঞ্চি যা মিটারের মাপে 1.676 মিটার হইতে হইবে।

উপজাতীয়দের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি হইতে হইবে। যাহা মিটারের মাপে হইবে 1.625 ইঞ্চি।

Ad63

প্রার্থীর ওজন: আবেদনকারী প্রার্থীর ওজন অন্যূন (কমপক্ষে) 110 পাউন্ড বা 49.895 কেজি হইতে হইবে।

আর উপজাতীয়দের ক্ষেত্রে 47.173 কেজি বা (104) পাউন্ড হইতে হইবে।

বুকের মাপ: বুকের মাপ হইতে হইবে স্ফীতাবস্থায় 34 ইঞ্চি বা 86.34 সেন্টিমিটার। আর স্বাভাবিক অবস্থায় হইবে 32 ইঞ্চি বা 81.28 সেন্টিমিটার হইতে হইবে। এছাড়াও উপজাতীয়দের ক্ষেত্রে 30 ইঞ্চি বা 76.20 সেন্টিমিটার আর স্ফীতাবস্থায় 32 ইঞ্চি বা 81.28 সেন্টিমিটার।

দৃষ্টি শক্তি: প্রার্থীর দৃষ্টি শক্তি 6/6 হইতে হইবে সব ধরণের প্রার্থীদের ক্ষেত্রে।

বৈবাহিক অবস্থা: Candidate কে অবশ্যই অবিবাহিত হইতে হইবে। এছাড়াও আরো উল্লেখ থাকে যে, তালাক প্রাপ্তা কোন প্রার্থী আবেদন করিতে পারিবেন না।

Job Circular BGB
Job Circular BGB
Banggood WW

Job Circular BGB

প্রার্থী ভর্তি করিবার স্থান: SMS (এসএমএস) এর মাধ্যমে জানানো হইবে।

জেলা কোটা: সকল জেলার প্রার্থীগণ সিপাহী ( জিডি GD ) পদে পুরুষ ও মহিলাগণ আবেদন করিতে পারিবেন।

আবেদন শুরু হইবার তারিখ: ১৫ অক্টোবর 2021 খ্রিস্টাব্দ হইতে আগামী ২৪ অক্টোবর 2021 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত।

আবেদন ফির পরিমাণ: 150 (এক শত পঞ্চাশ) টাকা মাত্র।

আরো উল্লেখ থাকে যে, অত্র বাহিনী কর্তৃক জনবল নিয়োগের ক্ষেত্রে মহাপরিচালক বা নিয়োগ প্রদানকারী কর্তৃপক্ষ মহোদয় জেলা কোটা কম বা বেশি করিতে পারিবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি

অন্যান্য চাকরির খবর

Banggood WW
Banggood WW